সহিংসতা নয়, সমালোচনার সুযোগ দেয়ার অঙ্গীকার ইরানি প্রেসিডেন্টের
ইরানের
প্রেসিডেন্ট হাসান রুহানি সহিংসতাকে অগ্রহণযোগ্য বলে সতর্ক এবং একইসাথে
সমালোচনার সুযোগ দেয়ার অঙ্গীকার করেছেন। দেশটিতে কয়েকদিন ধরে সরকার বিরোধী
সহিংস বিক্ষোভের প্রেক্ষাপটে রোববার তিনি এ অঙ্গীকার করেন। এদিকে রোববার
টানা চারদিনের মতো তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা মিছিল
করেছে।
আন্দোলনকারীদের পারস্পারিক যোগাযোগ ঠেকাতে কর্তৃপক্ষ সামাজিক
যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দিয়েছে। চলমান এই বিক্ষোভ সম্পর্কে রুহানি চুপ
থাকলেও অববেষে তিনি তার মৌনতা ভেঙ্গে একে ২০০৯ সালের গণ বিক্ষোভের পর
সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করেন। বৃহস্পতিবার
ইরানের দ্বিতীয় বৃহত্তম নগরী মাশাদে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা দেশটির
অর্থনীতির নাজুক পরিস্থিতির প্রতিবাদে বিক্ষোভ করে। তবে শিগগিরই তা সরকার
বিরোধী বিক্ষোভে রূপ নেয় এবং ব্যাপক আকারে সারা দেশে তা ছড়িয়ে পড়ে। এ সময়
তারা ‘স্বৈরাচার নিপাত যাক !’ বলে স্লোগান দেয়। সরকারি প্রচার মাধ্যমের
মতে, রুহানি মন্ত্রিপরিষদ বৈঠকে বলেছেন, সমালোচনা এমনকি প্রতিবাদ জানানোর
জন্যে জনগণ নিরঙ্কুশভাবে স্বাধীন। কিন্তু সহিংসতা ও জনগণের সম্পদ নষ্ট
ভিন্ন কথা। তিনি বলেন, জনগণকে সরকারের বৈধ সমালোচনা ও প্রতিবাদের সুযোগ
দেয়া উচিত।
No comments