কোস্টারিকায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
কোস্টরিকার
উত্তর-পশ্চিমাঞ্চলের গুয়ানাকাস্তে প্রদেশে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১০
মার্কিন নাগরিকসহ ১২ জন নিহত হয়েছেন। রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএনকে এ কথা জানিয়েছে। দেশটির প্রেসিডেন্ট লুইস
গুইলারমো সোলিস রাইভেরা সামজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জানান, ১০
মার্কিন নাগরিক ছাড়াও বিমানের দুই পাইলটও নিহত হয়েছেন।
এই ঘটনায় বিমানের
কোনো আরোহীই বেঁচে নেই বলে জানান তিনি। জননিরাপত্তা মন্ত্রণালয়ের অফিসিয়াল
ফেসবুক পেজে এই ঘটনার একাধিক ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে,
জঙ্গলের ভেতরে বিমানের ধংসাবশেষ থেকে ধোয়া উঠছে। তবে এই ঘটনার কারণে এখনো
জানা যায়নি। কর্তৃপক্ষ জানায়, তারা এখন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের কাজটি
আগে সারতে চান। তারপর কারণ তদন্তে কাজ শুরু করবেন। আজ সোমবার সকাল থেকে
তারা লাশ উদ্ধার করবেন বলে জানান তারা।
No comments