পদত্যাগপত্র প্রত্যাহার করলেন লেবাননের প্রধানমন্ত্রী
লেবাননের
প্রধানমন্ত্রী সাদ হারিরি মন্ত্রিসভার এক বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে
পদত্যাগপত্র প্রত্যাহার করেছেন। আকস্মিক পদত্যাগের এক মাস পর আর নিজ আসনে
ফিরে এলেন তিনি।
এর আগে গত ৪ নভেম্বর সৌদি আরবে গিয়ে সাদ হারিরি
আকস্মিকভাবে পদত্যাগের গোষণা দিয়েছিলেন এবং তার এক মাস পরে তিনি
পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করলেন। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক
দলগুলোর সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর পর তিনি পদত্যাগপত্র প্রত্যাহার করার
সিদ্ধান্ত ঘোষণা করেন। এর আগে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এ সম্পর্কে
লেবাননের মন্ত্রিসভা থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সমস্ত রাজনৈতিক
দল সিদ্ধান্ত নিয়েছে যে, লেবাননের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের স্বার্থে
যেকোনো ধরনের দ্বন্দ্ব-সংঘাত, যুদ্ধ অথবা আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে
হস্তক্ষেপ করা থেকে তারা নিজেদেরকে দূরে রাখবে। পদত্যাগের সময় হারিরি
অভিযোগ করেছিলেন, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও ইরান আরব
দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। তবে হিজবুল্লাহ ও ইরান এ অভিযোগ
সম্পূর্ণভাবে নাকচ করেছে।
No comments