রসিক নির্বাচন : বিএনপি প্রার্থীর কাছে ব্যাখা চেয়ে ইসির নোটিশ
রংপুর
সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী কাওছার জামান বাবলাকে পত্রিকায়
প্রকাশিত একটি মিটিংয়ের ছবির বিষয়ে ব্যাখা চেয়েছে নির্বাচন কমিশন। বুধবার এ
সংক্রান্ত একটি নোটিশ দেয়া হয়েছে তাকে। রংপুর সিটি করপোরেশন নির্বাচনের
রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, ‘একটি পত্রিকায় ছবি ছাপা
হয়েছে বাবলা মিটিংয়ে বক্তব্য দিচ্ছেন। কিন্তু সেটি কিসের ছবি তা উল্লেখ
নেই। এ বিষয়ে কোন প্রার্থী অভিযোগ করেননি। আমরা নিয়মানুযায়ী পত্রিকা দেখে
তাকে কিসের মিটিং ছিল সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছি। তিনদিনের মধ্যে তাকে এ
বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।’ তিনি বলেন, ‘প্রার্থীরা আচরণবিধি মেনে চলছেন।
এটা খুব আশার দিক। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মাঠে ১১ জন নির্বাহী
ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাজ চলছে। ’ এব্যপারে বাবলার নির্বাচন পরিচালনা
কমিটির সদষ্য সচিব শহিদুল ইসলাম মিজু বলেন, ‘আমরা নির্বাচন পরিচালনা কমিটির
সভা করেছি পার্টি অফিসে। সেই ছবি বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে। নিউজ ছাপা
হয়েছে। সেখানে খুব স্পস্ট করেই বলা আছে কিসের মিটিং। তবুও নির্বাচন কমিশন
স্ব-প্রণোদিত হয়ে ব্যাখ্যা চেয়ে আমাদের চিঠি দিয়েছে। আমরা চিঠির যথাযথ
ব্যখ্যা যথাসময়ে দিবো। ’ তিনি বলেন, ‘অনেক প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন।
সে বিষয়টিকে নির্বাচন কমিশনের স্বপ্রণোদিত হয়ে ব্যাখা চাওয়া উচিত।’
প্রসঙ্গত, আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই ভোট। এই নির্বাচনে মেয়র পদে
লাঙ্গল, নৌকা এবং ধানের শীষ প্রতীকই প্রধান প্রতিদ্বন্দ্বী।
No comments