এমপি কেয়া চৌধুরীর ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২
বাহুবলে
এমপি কেয়া চৌধুরীর ওপর হামলার ঘটনায় অবশেষে বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান
ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তারা মিয়া এবং হবিগঞ্জ জেলা পরিষদ
সদস্য আলাউর রহমান সাহেদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে
ঢাকার কদমতলী থেকে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি মো. শাহ আলমের নেতৃত্বে
পুলিশের একটি টিম তাকে আটক করে। গোয়েন্দা পুলিশের ওসি মো. শাহ্ আলম জানান,
তাদের আদালতে হাজির করে আজ জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। গত
১০ নভেম্বর শুক্রবার বিকালে উপজেলার মিরপুরে বেদেপল্লীতে সরকারি চেক বিতরণ
করতে যান কেয়া চৌধুরী। এ সময় নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ
নেতা তারা মিয়ার মার্কেটের ম্যানেজার জসিমউদ্দিন আপত্তিকর অঙ্গভঙ্গি করে
ছবি তুলছিল। এ নিয়ে এমপি কেয়া চৌধুরীর সমর্থকদের সঙ্গে তার কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে কেয়া চৌধুরীর ওপর তারা মিয়া ও জেলা পরিষদের সদস্য আলাউর রহমান
সাহেদসহ তাদের সমর্থকরা হামলা চালায়। এ সময় কেয়া চৌধুরী ছাড়াও হামলার শিকার
হন ইউপি সদস্য পারভীন আক্তার, সাবেক ইউপি সদস্য রাহেলা আক্তারসহ আরও
কয়েকজন। খবর পেয়ে পুলিশের পাশাপাশি শ্রীমঙ্গল থেকে র্যাব ৯-এর একদল সদস্য
ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। এ ব্যাপারে গত ১৮ নভেম্বর রাতে ইউপি
সদস্য পারভীন আক্তার বাদী হয়ে তারা ও সাহেদের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরো
১৪-১৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।
No comments