ব্রাজিল-আর্জেন্টিনার দাপুটে জয়
দ্বিতীয় সারির দল নিয়েই প্রীতি ম্যাচে গোল উৎসব করল দুই লাতিন পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। মঙ্গলবার মেলবোর্নে দিয়েগো সুজার জোড়া গোলে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেয় ব্রাজিল। আগের ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারানো আর্জেন্টিনা এদিন পেয়েছে আরও বড় জয়। ফিফা র্যাংকিংয়ের ১৫৭ নম্বরে থাকা সিঙ্গাপুরকে ৬-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা। অধিনায়ক লিওনেল মেসি ও গনজালো হিগুয়াইনের অনুপস্থিতিতে প্রায় নতুন চেহারার এক দল নামিয়েছিলেন আর্জেন্টিনার নতুন কোচ হোর্হে সাম্পাওলি। সেই দলের সামনেও দাঁড়াতে পারেনি স্বাগতিক সিঙ্গাপুর। প্রথমার্ধেই আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ফেদেরিকো ফাজিও ও কোরেয়া। বিরতির পর আরও বড় ঝড় বয়ে যায় সিঙ্গাপুরের ওপর দিয়ে। একে একে আরও চার গোল করেন দারিয়ো গোমেজ, লিয়ানদ্রো পারেদেস, লুকাস আলারিও ও অ্যাঞ্জেল ডি মারিয়া।
মেলবোর্নে ব্রাজিলও আসল ঝলকটা দেখিয়েছে দ্বিতীয়ার্ধে। দিয়েগো সুজার জোড়া গোলের পাশাপাশি একটি করে গোল করেন থিয়াগো সিলভা ও টাইসন। এক ম্যাচ পর আবারও জয়ের পথে ফিরল ব্রাজিল। তিতের অধীনে টানা নয় ম্যাচ জেতার পর গত শুক্রবার এ মাঠেই আর্জেন্টিনার কাছে হেরেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কাল ম্যাচ শুরুর ১০ সেকেন্ডের মাথায় প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় নেইমারবিহীন ব্রাজিল। বেইলি রাইটের ভুল পাস ধরে মিডফিল্ডার গুইলিয়ানো কিছুটা এগিয়ে ডান দিকে দিয়েগো সুজাকে বল বাড়ান। আর রেসিফের এই ফরোয়ার্ড ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন। ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন থিয়াগো সিলভা। কর্নার থেকে উড়ে আসা বলে প্রথমে ডেভিড লুইজের হেড পোস্টে লাগার পর বিপদমুক্ত করতে ব্যর্থ হয় স্বাগতিকরা। সেই সুযোগে রদ্রিগো কাইও হেডে বল বাড়ান গোলমুখে ছুটে আসা সিলভাকে। ফিরতি হেডে লক্ষ্যভেদ করেন পিএসজির এই ডিফেন্ডার। ১৩ মিনিট পর ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেন টাইসন। মিডফিল্ডার পাওলিনহোর কাটব্যাক পেয়ে কোনাকুনি শটে গোলটি করেন বদলি হিসেবে নামা এই ফরোয়ার্ড। ইনজুরি টাইমে অস্ট্রেলিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন সুজা। উইলিয়ানের কর্নারে জোরালো হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড। ওয়েবসাইট।
No comments