কাতারে সামরিক দল পাঠিয়েছে তুরস্ক
অবরুদ্ধ কাতারে সামরিক দল পাঠিয়েছে তুরস্ক। দেশটিতে সেনা মোতায়েন ও সেনাবিহনীকে প্রশিক্ষণ প্রদান সমন্বয়ের জন্য ৩ সদস্যের এ সামরিক দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সি। তুরস্কের সেনাবাহিনীর এক বিবৃতি উল্লেখ করে খবরে বলা হয়েছে,দেশটিতে সেনা মোতায়েন ও সামরিক বাহিনীকে প্রশিক্ষণ প্রদান সমন্বয়ের জন্য সোমবার ৩ সদস্য বিশিষ্ট সামরিক দলটি পাঠানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে,২০১৫ সাল থেকেই তুরস্ক ও কাতারের মধ্যে সামরিক সফর একটি নিয়মিত বিষয়। ২০১৬ সালের এপ্রিল মাসে কাতার ও তুরস্কের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির এক চুক্তি স্বাক্ষর হয়। গত সপ্তাহে সৌদি আরব,সংযুক্ত আরব আমিরাত,বাহরাইন,মিশর,ইয়েমেন ও দোহা কাতারের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর তুরস্কের সংসদ সে দেশে সেনা মোতায়েন ও সামরিক প্রশিক্ষণ প্রদানের অনুমতি দেয়।
No comments