রাঙ্গামাটিতে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তার ঘোষণা
রাঙ্গামাটিতে পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি মুহূর্তে ৫০ লাখ টাকা, ১০০ মেট্রিক টন চাল ও ৫০০ বান্ডিল টিন সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার জেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সেতুমন্ত্রী হেলিকপ্টারে করে রাঙ্গামাটি আসেন। তিনি রাঙ্গামাটি সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় পাহাড়ধসে রাঙ্গামাটিতে ক্ষতিগ্রস্ত লোকজনকে জরুরি সহায়তা দেয়ার ঘোষণা দেন। মন্ত্রীর সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ও দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। তারা বান্দরবান ও চট্টগ্রামের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন।
No comments