চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে তামিম
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEga-piHuMi37h8FjLePx3WUfWPEDu_SlS26M9T9WbuAXmZkpmNWN8r8WaauS2XeRyHSYfdYglnvH9MigT702SO6odHdk9GjdYlTSJtoQo28GurhpePDupvCqrroj54t3CSMtjQ7klUG2Wkm/s400/8.jpg)
২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটে পারফরম্যান্সের ঝলক দেখিয়ে যাচ্ছেন তামিম ইকবাল। এই বাঁ-হাতি ড্যাশিং বাংলাদেশি ওপেনার এখন যথেষ্ট পরিণত। নিজেকে আরও উচ্চতায় নিয়ে যাওয়া তামিম এবার চ্যাম্পিয়ন্স ট্রফির একাদেশে সুযোগ পেয়েছেন। এখনও তিনটি ম্যাচ বাকি। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আজ প্রথম সেমিতে স্বাগতিক ইংল্যান্ড খেলবে পাকিস্তানের বিপক্ষে। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া নিজেদের ওয়েবসাইটে একটি একাদশ সাজিয়েছে। যেখানে ওপেনার হিসেবে রয়েছেন তামিম। টুর্নামেন্টে এখন পর্যন্ত ২২৩ রান করে শিখর ধাওয়ান (২৭১) ও কেন উইলিয়ামসনের (২৪৪) পর তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তার সম্পর্কে বলা হয়, নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে তামিম ভূমিকা রাখতে পারেননি। তবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ছিলেন ভয়ঙ্কর। সেমিতে ভারতের বিপক্ষেও এমন একটি ইনিংস দরকার। সে ইংলিশদের বিপক্ষে ১২৮ রান করেছে, যেখানে অসিদের বিপক্ষে তার ব্যাট থেকে এসেছে ৯৫ রান। একাদশে তামিমের সঙ্গে ওপেনার হিসেবে আছেন ভারতের শিখর ধাওয়ান। একাদশের অন্যরা হলেন- কেন উইলিয়ামসন, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), আদিল রশিদ, হাসান আলী, জস হ্যাজলউড, মরনে মরকেল। দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফি একাদশ
১. শিখর ধাওয়ান (ভারত)
ম্যাচ ৩। রান ২৭১। গড় ৯০.৩৩। স্ট্রাইক রেট ৯৮.১৮। সেঞ্চুরি একটি।
হাফ সেঞ্চুরি দুটি। সর্বোচ্চ ১২৫
২. তামিম ইকবাল (বাংলাদেশ)
ম্যাচ ৩। রান ২২৩। গড় ৭৪.৩৩। স্ট্রাইক রেট ৮৬.৪৩। সেঞ্চুরি একটি।
হাফ সেঞ্চুরি একটি। সর্বোচ্চ ১২৮
৩. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)
ম্যাচ ৩। রান ২৪৪। গড় ৮১.৩৩। স্ট্রাইক রেট ৯২.৪২। সেঞ্চুরি একটি।
হাফ সেঞ্চুরি দুটি। সর্বোচ্চ ১০০
৪. জো রুট (ইংল্যান্ড)
ম্যাচ ৩। রান ১১২। গড় ১০৬.০০। স্ট্রাইক রেট ১০১.৯২। সেঞ্চুরি
একটি। হাফ সেঞ্চুরি দুটি। সর্বোচ্চ ১৩৩*
৫. ইয়ন মরগান (ইংল্যান্ড/অধিনায়ক)
ম্যাচ ৩। রান ১৭৫। গড় ৮৭.৫০। স্ট্রাইক রেট ১১৩.৬৩। সেঞ্চুরি ০।
হাফ সেঞ্চুরি দুটি। সর্বোচ্চ ৮৭
৬. বেন স্টোকস (ইংল্যন্ড)
ম্যাচ ৩। রান ১৫০। গড় ১৫০.০০। স্ট্রাইক রেট ৯২.৫৯। সেঞ্চুরি একটি। হাফ সেঞ্চুরি ০। সর্বোচ্চ ১০২* উইকেট ৩। গড় ৪৯.৬৬। ইকোনমি ৬.৪৭। স্ট্রাইক রেট ৪৬.০। সেরা বোলিং ১/৪২।
৭. নিরোশান ডিকওয়েলা (শ্রীলংকা/উইকেটকিপার)
ম্যাচ ৩। রান ১২১। গড় ৪০.৩৩। স্ট্রাইক রেট ৮৮.৩২। সেঞ্চুরি ০।
হাফ সেঞ্চুরি একটি। সর্বোচ্চ ৭৩। ক্যাচ চারটি
৮. আদিল রশিদ (ইংল্যান্ড)
ম্যাচ ২। উইকেট ৬। গড় ১৪.৬৬। ইকোনমি ৪.৪০। স্ট্রাইক
রেট ২০.০। সেরা বোলিং ৪/৪১
৯. হাসান আলী (পাকিস্তান)
ম্যাচ ৩। উইকেট ৭। গড় ১৯.৫৭। ইকোনমি ৪.৪০। স্ট্রাইক রেট ২৪.০।
সেরা বোলিং ৩/২৪।
১০. জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া)
ম্যাচ ৩। উইকেট ৯। গড় ১৫.৭৭। ইকোনমি ৫.০৭। স্ট্রাইক রেট ১৮.৬।
সেরা বোলিং ৬/৫২
১১. মরনে মরকেল (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ ৩। উইকেট ৫। গড় ১৭.৪০। ইকোনমি ৪.৩৫। স্ট্রাইক রেট ২৪.০।
সেরা বোলিং ৩/১৮
দ্বাদশ ব্যক্তি : বিরাট কোহালি (ভারত)
ম্যাচ ৩। রান ১৫৭। গড় ১৫৭.০০। স্ট্রাইক রেট ৯০.২২। সেঞ্চুরি ০।
হাফ সেঞ্চুরি ২টি। সর্বোচ্চ ৮১*। ওয়েবসাইট।
১. শিখর ধাওয়ান (ভারত)
ম্যাচ ৩। রান ২৭১। গড় ৯০.৩৩। স্ট্রাইক রেট ৯৮.১৮। সেঞ্চুরি একটি।
হাফ সেঞ্চুরি দুটি। সর্বোচ্চ ১২৫
২. তামিম ইকবাল (বাংলাদেশ)
ম্যাচ ৩। রান ২২৩। গড় ৭৪.৩৩। স্ট্রাইক রেট ৮৬.৪৩। সেঞ্চুরি একটি।
হাফ সেঞ্চুরি একটি। সর্বোচ্চ ১২৮
৩. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)
ম্যাচ ৩। রান ২৪৪। গড় ৮১.৩৩। স্ট্রাইক রেট ৯২.৪২। সেঞ্চুরি একটি।
হাফ সেঞ্চুরি দুটি। সর্বোচ্চ ১০০
৪. জো রুট (ইংল্যান্ড)
ম্যাচ ৩। রান ১১২। গড় ১০৬.০০। স্ট্রাইক রেট ১০১.৯২। সেঞ্চুরি
একটি। হাফ সেঞ্চুরি দুটি। সর্বোচ্চ ১৩৩*
৫. ইয়ন মরগান (ইংল্যান্ড/অধিনায়ক)
ম্যাচ ৩। রান ১৭৫। গড় ৮৭.৫০। স্ট্রাইক রেট ১১৩.৬৩। সেঞ্চুরি ০।
হাফ সেঞ্চুরি দুটি। সর্বোচ্চ ৮৭
৬. বেন স্টোকস (ইংল্যন্ড)
ম্যাচ ৩। রান ১৫০। গড় ১৫০.০০। স্ট্রাইক রেট ৯২.৫৯। সেঞ্চুরি একটি। হাফ সেঞ্চুরি ০। সর্বোচ্চ ১০২* উইকেট ৩। গড় ৪৯.৬৬। ইকোনমি ৬.৪৭। স্ট্রাইক রেট ৪৬.০। সেরা বোলিং ১/৪২।
৭. নিরোশান ডিকওয়েলা (শ্রীলংকা/উইকেটকিপার)
ম্যাচ ৩। রান ১২১। গড় ৪০.৩৩। স্ট্রাইক রেট ৮৮.৩২। সেঞ্চুরি ০।
হাফ সেঞ্চুরি একটি। সর্বোচ্চ ৭৩। ক্যাচ চারটি
৮. আদিল রশিদ (ইংল্যান্ড)
ম্যাচ ২। উইকেট ৬। গড় ১৪.৬৬। ইকোনমি ৪.৪০। স্ট্রাইক
রেট ২০.০। সেরা বোলিং ৪/৪১
৯. হাসান আলী (পাকিস্তান)
ম্যাচ ৩। উইকেট ৭। গড় ১৯.৫৭। ইকোনমি ৪.৪০। স্ট্রাইক রেট ২৪.০।
সেরা বোলিং ৩/২৪।
১০. জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া)
ম্যাচ ৩। উইকেট ৯। গড় ১৫.৭৭। ইকোনমি ৫.০৭। স্ট্রাইক রেট ১৮.৬।
সেরা বোলিং ৬/৫২
১১. মরনে মরকেল (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ ৩। উইকেট ৫। গড় ১৭.৪০। ইকোনমি ৪.৩৫। স্ট্রাইক রেট ২৪.০।
সেরা বোলিং ৩/১৮
দ্বাদশ ব্যক্তি : বিরাট কোহালি (ভারত)
ম্যাচ ৩। রান ১৫৭। গড় ১৫৭.০০। স্ট্রাইক রেট ৯০.২২। সেঞ্চুরি ০।
হাফ সেঞ্চুরি ২টি। সর্বোচ্চ ৮১*। ওয়েবসাইট।
No comments