শাহজালালে স্বর্ণসহ মালয়েশিয়া থেকে আসা যাত্রী আটক
হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের এক কেজি ৩০০ গ্রাম সোনা উদ্ধার করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ। তার নাম আমিনুল ইসলাম। গতকাল মঙ্গলবার রাতে মালয়েশিয়া থেকে তিনি ঢাকায় আসেন। তার বাড়ী মুন্সীগঞ্জে। রাতে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আমিনুলকে চ্যালেঞ্জ করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। পরে তাঁর মাথার পরচুলার ভিতর থেকে এসব সোনা উদ্ধার করা হয়। এ কায়দায় সোনা পাচারের ঘটনা এটাই প্রথম।
No comments