পরচুলার নিচে মিলল সোনার বার
শাহজালাল বিমানবন্দরে এক যাত্রীর মাথার নকল চুল থেকে ১৩টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ দল। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় মালিন্দ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়া থেকে ঢাকায় আসা মো. আমিনুল হক (৪৫) নামে ওই যাত্রীর পরচুলা থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার এইচ এম আহসান কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই ব্যক্তির পরচুলার নিচে ১৩টি সোনার বিস্কুট পাওয়া যায়। ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ওই বারগুলোর বাজার মূল্য প্রায় ৬৫ লাখ টাকা।
No comments