'জঙ্গি আস্তানা' সন্দেহে চার বাড়িতে অভিযান, অস্ত্রসহ আটক ৪
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের তিনটি ও নাচোল উপজেলার একটি বাড়িতে 'জঙ্গি আস্তানা' সন্দেহে অভিযান চালিয়েছে র্যাব। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার বেলা ১১টা পর্যন্ত সন্দেহজনক ওই চার স্থানে অভিযান চালানো হয়। র্যাবের এই অভিযানে চারজনকে আটক এবং অস্ত্র ও বিস্ফোরক জব্ধ করার দাবি করা হয়। আটকরা হলেন- শুকুরুদ্দিন ওরফে সুকুদ্দি, সাইফুল, জাহাঙ্গীর ও আবদুল মজিদ। এর মধ্যে শুকুরুদ্দিন ওরফে সুকুদ্দি, সাইফুল ও জাহাঙ্গীরকে মঙ্গলবার রাতে আটক করা হয়। তাদের সবার বাড়ি গোমস্তাপুরে। র্যাব- ৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম এসব তথ্য জানান। র্যাবের ভাষ্য, আটকের সময় তাদের কাছে থাকা তিন কেজি গান পাউডার, একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন জব্দ করা হয়। এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাতেই গোমস্তাপুর উপজেলার চানপাড়া, চকপোস্তুম ও বালুগ্রাম গ্রামের তিনটি বাড়ি ঘিরে অবস্থান নেয় র্যাবের বিপুল পরিমাণ সদস্য। পরে বুধবার সকাল ৮টায় চানপাড়া গ্রামের আবদুল মজিদের বাড়িতে 'জঙ্গি আস্তানা' সন্দেহে প্রথমে অভিযান চালায় র্যাব। ওই বাড়ি থেকে কোনো জঙ্গি সদস্য আটক বা কোনো অস্ত্র-বিস্ফোরক মেলেনি। তবে বাড়ির মালিক আবদুল মজিদকে সন্দেহভাজন হিসেবে (৪২) আটক করা হয়। মজিদ ওই বাড়ির তৌবরুল হকের ছেলে। একইভাবে সকাল ১০টায় চকপোস্তুম গ্রামের ইজাবুল হকের বাড়িতে অভিযান শেষে সেখানেও কিছু মেলেনি বলে জানায় র্যাব। বাড়িটিতে অভিযানের সময় ইজাবুল ছিলেন না।
তার স্ত্রী ও দুই সন্তান বাড়িতে অবস্থান করেন। এরপর সাড়ে ১০টার দিকে বালুগ্রাম গ্রামের শুকুরুদ্দিন ওরফে সুকুদ্দির বাড়িতে অভিযান চালায় র্যাব। সেখানে অভিযান চালিয়ে ২টি পিস্তল, ৯ রাউন্ড গুলি, ১টি ওয়ান শুটার গান, ১টি খেলনা পিস্তল ও তিনটি ম্যাগাজিন উদ্ধারের কথা জানিয়েছে র্যাব। সুকুদ্দিকে মঙ্গলবার রাতেই আটকের কথা র্যাবের পক্ষ থেকে বলা হয়। তখন সাইফুল ও জাহাঙ্গীরকেও আটক করা হয়েছিল। তাদের আটকের পরই এই অভিযানে নামে র্যাব। এদিকে বালুগ্রাম গ্রামের মানুষ জানায়, তারা সুকুদ্দিকে একজন কৃষক হিসেবেই চেনে। এর চেয়ে বেশি তার বিষয়ে এলাকাবাসী কিছু জানে না। অপরদিকে বুধবার সকাল ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে নাচোল উপজেলার আলিছাপুর গ্রামের আফজালের বাড়িতে 'জঙ্গি আস্তানা' সন্দেহে অভিযান চালায় র্যাব। তবে অভিযান শেষে সেখানে কোনো 'জঙ্গি আস্তানা' রয়েছে এমন কোনো আলামত মেলেনি বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়। চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫-এর কোম্পানি কমান্ডার এ কে এম এনামুল করিম বুধবার ভোরে সাংবাদিকদের জানিয়েছিলেন, ঘিরে রাখা বাড়িগুলোতে 'জঙ্গি সদস্যরা' থাকতে পারে। এছাড়া ওই বাড়িগুলোতে বিপুল পরিমান বিস্ফোরকও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
No comments