ফের প্রত্যাখ্যাত ট্রাম্প!
ট্রাম্প-মেলানিয়ার সম্পর্কটা যেন ঠিকঠাক যাচ্ছে না। তা না হলে ফার্স্ট লেডি হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম সফরেই তাদের নিয়ে এত কথা হবে কেন? সোমবার প্রথম ঘটনা ঘটলো ইসরায়েলে। সেখানকার বিমানবন্দরের এ ঘটনা অনলাইন ও অফলাইনে বেশ ভালো ঝড় তোলে। দেশটিতে পৌঁছে উড়োজাহাজ থেকে নামার পর বিমানবন্দরের লালগালিচা দিয়ে হাঁটছিলেন দুজনে। এর মধ্যেই ট্রাম্প মেলানিয়ার দিকে হাত বাড়িয়ে দেন। তবে মেলানিয়া তা না ধরে হালকা চাপড় দিয়ে ট্রাম্পের হাত সরিয়ে দেন। এ ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই দ্বিতীয়বার একই ধরনের ঘটনা ঘটল। মঙ্গলবার ট্রাম্প ও মেলানিয়া ইতালির রোমের বিমানবন্দরে নামার সময় আবারো একই ধরনের ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়িয়ে দেয়া হাত প্রত্যাখ্যান করে ফার্স্ট লেডি তার চুল ঠিকঠাক করে নেন। এই দুই ঘটনায় নিন্দুকেরা অবশ্য বলছে ট্রাম্প-মেলানিয়ার সম্পর্কে ফাটল ধরেছে। আবার অনেকেই বলেছেন হয়তো তাদের মধ্যে কোনো অভিমান চলছে।
No comments