'জঙ্গি আস্তানা' সন্দেহে নাচোলেও বাড়ি ঘিরে রেখেছে র্যাব
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার আলিছাপুর গ্রামের একটি বাড়িও 'জঙ্গি আস্তানা' সন্দেহে ঘিরে রেখেছে র্যাব। বুধবার সকাল ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে আলিছাপুর গ্রামের আফজালের বাড়ি ঘিরে অবস্থান নেয় র্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব- ৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম। তিনি জানান, অবস্থা পর্যবেক্ষণ করে বাড়িটিতে অভিযান চালানো হবে। এর আগে মঙ্গলবার রাতে গোমস্তাপুর উপজেলার চানপাড়া, চকপোস্তুম ও বালুগ্রাম গ্রামের তিনটি বাড়িকে 'জঙ্গি আস্তানা' সন্দেহে ঘিরে রাখে র্যাব। পরে বুধবার সকালে চানাপাড়া গ্রামের আবদুল মজিদের বাড়িটিতে অভিযান চালানো হয়। অভিযান শেষে ওই বাড়িতে কোনো জঙ্গি সদস্য বা অস্ত্র-বিস্ফোরক মেলেনি বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়। বাড়িটির মালিক আবদুল মজিদকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তবে এখনো গোমস্তাপুর উপজেলার বালুগ্রাম গ্রামের পুকুরের বাড়ি ও চকপোস্তুম ইজাবুল হকের বাড়ি ঘিরে রেখেছে র্যাব।
No comments