শত শত মানুষের সামনে দুই সমকামীকে বেত্রাঘাত
ইন্দোনেশিয়ায় শত শত মানুষের সামনে দুজন সমকামীকে শাস্তি হিসেবে ৮৩ বার করে বেত্রাঘাত করা হয়েছে। সাদা জামা পড়া দুজন ব্যক্তি একটি স্টেজের উপর দাঁড়ানোর পর হাতে বেত নিয়ে মুখ ঢাকা এক ব্যক্তি এসে তাদের বেত্রাঘাত করে। যে দুজন সমকামী পুরুষকে শাস্তি দেয়া হয়েছে তাদের একজনের বয়স ২০ বছর এবং অপরজনের বয়স ২৩ বছর। গত মার্চ মাসে এ দুজনকে সমকামিতার দায়ে আটক করা হয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়ায় সমকামিতা অবৈধ নয়। তবে দেশটির আচেহ প্রদেশে ইসলামি শরিয়া আইন থাকার কারণে সেখানে সমকামিতার জন্য সাজার বিধান রয়েছে। প্রথমবারের মতো সেখানে শরিয়া আইনের আওতায় সমকামীদের বেত্রাঘাত করা হলো। আচেহ প্রদেশের রাজধানী বান্দা আচেহ'র একটি মসজিদে বাইরে বেত্রাঘাতের এ শাস্তি কার্যকর হয়। যখন এ শাস্তি কার্যকর করা হচ্ছিল তখন শত শত মানুষ দাঁড়িয়ে ছিল। সমকামীদের বেত্রাঘাত করার সময় তারা উল্লাস প্রকাশ করে। এ সময় অনেকে তাদের মোবাইল ফোনে বেত্রাঘাতের ভিডিও এবং ছবি তোলে। তবে শাস্তি কার্যকরের আগে আয়োজকদের একজন সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছিলেন যাতে তারা সমকামীদের উপর আক্রমণ না করে। তিনি বলেছিলেন, 'তারাও তো মানুষ'। শাস্তি হিসেবে প্রত্যেক সমকামীকে ৮৫ বার করে বেত্রাঘাত করার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু যেহেতু তারা দুইমাস আটক ছিল সেজন্য দু'বার বেত্রাঘাত কমিয়ে সেটিতে ৮৩ বার বেত্রাঘাত নির্ধারণ করা হয়। সমকামীদের বেত্রাঘাতে অনেকে উল্লাস প্রকাশ করে। ২০১৪ সালে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে সমকামিতার বিপক্ষে কঠোর আইন করা হয়। এর আগে মদ্যপান এবং জুয়া খেলার জন্য বেত্রাঘাতের মাধ্যমে শাস্তি দেয়া হতো। সূত্র: বিবিসি বাংলা।
No comments