ক্রিকেট ব্যাটভর্তি পিকআপ উল্টে নিহত ১
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলায় ক্রিকেট ব্যাটভর্তি পিকআপভ্যান উল্টে একজন নিহত হয়েছেন। এসময় চালকসহ আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার ভোরে বাগড়াপাড়া শেখ জহুর উদ্দিন সিএনজি ফিলিং পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ঢাকা যাত্রাবাড়ী কুতুবখালী এলাকার আব্দুল মতিনের ছেলে। তিনি ক্রিকেট ব্যাটের ব্যবসা করেন। স্থানীয়রা জানান, ঢাকা যাত্রাবাড়ী থেকে ছেড়ে আসা পিকআপটি ক্রিকেট ব্যাট বোঝাই করে ত্রিশালের নজরুল জয়ন্তী মেলায় যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন নিহত হন। এসময় আহত হয়েছেন স্বপন (৪০) আনোয়ার(৩০) সিরাজুল ইসলামসহ (৫৫) পাঁচজন। ভরাডোরা হাইওয়ে পুলিশের আইসি এসআই জহিরুল ইসলাম উজ্জল জানান, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ভালুকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
No comments