চান্দিনায় কাভার্ডভ্যানচাপায় ২ পথচারী নিহত
কুমিল্লার চান্দিনা উপজেলায় কাভার্ডভ্যানচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার তীরচর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মুরাদনগর উপজেলার ধরনিপাড়া গ্রামের ছেকেন্দার আলীর ছেলে করির হোসেন (৫০) ও একই এলাকার বাসিন্দা আকবর আলী (৮০)। আহত মমতাজ মিয়াকে (৪৮) কমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইলিয়টগঞ্জ ফাঁড়ির এসআই মনির হোসেন জানান, ভোরে কাভার্ডভ্যানটি কুমিল্লায় যাচ্ছিল। পথে তীরচর নামক এলাকায় কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা তিন পথচারীকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এসময় একজন আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। নিহতদের মৃতদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
No comments