চান্দিনায় কাভার্ডভ্যান চাপায় ২ জন নিহত
কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যান চাপায় বৃদ্ধসহ ২জন নিহত হয়েছে। আজ বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার খাদঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুমিল্লার মুরাদনগর উপজেলার দরানীপাড়া গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে কবির হোসেন (৫০) ও একই গ্রামের আকবর আলী (৮০)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার ভোরে কবির হোসেন ও আকবর আলী বাড়ি থেকে এসে কোথাও যাওয়ার উদ্দেশে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন।
এসময় কুমিল্লামুখী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই কবির ও আকবর আলী নিহত হন। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপর নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়।
No comments