মাত্র ১২ রুপিতে বিমানযাত্রা!
মাত্র ১২ রুপিতে পৌঁছে যেতে পারবেন দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। শুধু দেশ নয়, বিদেশেও যেতে পারবেন। ১২ বছর পূর্তিতে এমনই অভূতপূর্ব অফার দিচ্ছে ভারতের স্পাইসজেট এয়ারলাইন্স। দেশি-বিদেশি ফ্লাইটে অত্যন্ত কম খরচে স্পাইসজেটের বিমানে করে সফর করা যাবে। এ অফার শুরু হচ্ছে মাত্র ১২ রুপি থেকে। ট্যাক্স ও অন্যান্য সারচার্জ এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। খবর টাইমস অব ইন্ডিয়ার। এক বিবৃতিতে স্পাইসজেট এয়ারলাইন্স জানায়, ‘প্রত্যেক ভারতীয়দের জন্য বিমান ভ্রমণের স্বাদ ও অভিজ্ঞতা দিতে নতুন এ সেবা চালু করা হয়েছে।’ ২৩ মে থেকে ২৮ মে পর্যন্ত এ অফারের টিকিট কাটা যাবে। চলতি বছরের ২৬ জুন থেকে ২৪ মার্চ ২০১৮ সালের মধ্যে যাত্রা করার জন্যই এ অফার দিচ্ছে স্পাইসজেট।
No comments