চীন টু সিলেট
সিনেমার শুটিং করতে করতে হাঁপিয়ে উঠেছিলেন চিত্রনায়িকা পরীমনি। তাই অবকাশযাপনে চীনে যান এ তারকা। সম্প্রতি ছুটি কাটানো শেষে ফিরেছেন ঢাকায়। ফিরেই অংশ নিয়েছেন ‘বাহাদুরি’ নামের একটি ছবির শুটিংয়ে। সেখান থেকে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য উড়ে গেছেন সিলেটে। দেশের প্রতিষ্ঠিত একটি কোম্পানির আচারের বিজ্ঞাপন এটি। বিজ্ঞাপনটির শুটিংয়ে তিনদিন সিলেটে অবস্থান শেষে আগামীকাল ঢাকায় ফিরবেন এ তারকা।
এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘গত ২২ মে থেকে শুরু হয়েছে শুটিং। চলবে ২৫ মে পর্যন্ত। শুটিং শেষ করে ঢাকায় ফিরব। সাধারণত আমি যে ধরনের বিজ্ঞাপন করি এটি সে ধরনেরই। কিছুটা সিনেমার মতোই মনে হবে দর্শকদের। অল্প সময়ের হলেও এতে দারুণ একটা গল্প থাকবে।’ এ ছাড়া বর্তমানে বেশ কয়েকটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এ তারকা। গতমাসে তার অভিনীত সর্বশেষ ছবি ‘আপন মানুষ’ মুক্তি পায়।
No comments