ময়মনসিংহে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ডিবি পুলিশের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' আশরাফুল আলম ওরফে ঢোল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোর রাতে উপজেলার কাঁঠাল এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়। পুলিশের দাবি, নিহত যুবক ডাকাত দলের সদস্য ও ত্রিশালের শীর্ষ সন্ত্রাসী। তার নামে গফরগাঁও ভালুকা ও ত্রিশাল থানায় ডাকতি, ধর্ষণ ও অস্ত্র মামলা রয়েছে। নিহত আশরাফুল আলমের বাড়ি গফরগাঁও উপজেলার পৌরশহরের রাগাইটটি গ্রামে।
ময়মনসিংহ ডিবি পুলিশের ওসি ইমারত হোসেন গাজী জানান, ত্রিশালের কাঠাল এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে সেখানে অভিযানে যায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে আশরাফুলের সহযোগীরা। পুলিশও পাল্টা গুলি ছুড়লে আশরাফুল আলম ওরফে শন্তু নিহত হয়। এসময় ঘটনাস্থল থেকে পাঁচ ডাকাতকে আটক করা হয়েছে জানিয়ে ডিবির পরিদর্শক বলেন, 'বন্দুকযুদ্ধে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
No comments