ত্রিশালে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। আটক হয়েছেন আরও পাঁচজন। নিহত আশরাফুল ইসলাম (২৮) ও আটক পাঁচজন ডাকাত বলে পুলিশের ভাষ্য। আশরাফুল ত্রিশালের বাঘাইছড়ি গ্রামের শামসুল হকের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইমারত হোসেন গাজী জানান, মঙ্গলবার মধ্যরাতে উপজেলার কাঁঠালবাজারের পাশে বাঘাইছড়ি গ্রামে গোলাগুলির এ ঘটনা ঘটে। তিনি বলেন, ডাকাতির প্রস্তুতি চলছে বলে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়।এ সময় ডাকাত ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি গুলিবিনিময় হয়। পরে গুলিবিদ্ধ আশরাফুলসহ ছয় ডাকাতকে আটক করে পুলিশ। আশরাফুলকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
No comments