ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে মোস্তাফিজ
ইনজুরি কাটিয়ে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ফিরেছিলেন মোস্তাফিজুর রহমান। তখন খুবটা ভালো করতে পারেননি। এরপর শ্রীলঙ্কা সফরে নিজেকে মেলে ধরতে শুরু করেন কাটার মাস্টার। ত্রিদেশীয় সিরিজে নিজেকে ফিরে পেয়েছেন ভালোভাবেই। আর এরই প্রভাব পড়েছে তার ওয়ানডে র্যাংকিংয়েও। সদ্য প্রকাশিত আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ৬০০ পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা ১৫ নম্বরে উঠে এসেছেন এই পেসার। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বল হাতে উজ্জ্বল ছিলেন মোস্তাফিজ। ৩৩ রান দিয়ে তুলে নেন কিউইদের ২ উইকেট।
তার কাটার স্লোয়ারে কেঁপে উঠেছে আয়ারল্যান্ড। ৯ ওভারে দুটি মেডেনসহ ২৩ রান দিয়ে পান ৪ উইকেট। আর শেষ ম্যাচে কিউইদের বিপক্ষে দলের জয়ের সঙ্গে পান ১ উইকেট। বল হাতে ৩ ম্যাচে নেন মোট ৭ উইকেট। ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে দশে থাকা একমাত্র বাংলাদেশি হলেন সাকিব আল হাসান। ৬২০ পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ে তার অবস্থান নবম। এছাড়া ৬০১ পয়েন্ট নিয়ে মাশরাফি বিন মর্তুজা রয়েছেন মোস্তাফিজের ঠিক আগে ১৪তম স্থানে।
No comments