'মোরা'য় ক্ষতিগ্রস্থদের পাশে ভারতীয় সুমিত্রা
ঘূর্ণিঝড় 'মোরা'য় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস সুমিত্রা। বর্তমানে জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণে আছে। ঘূর্ণিঝড়ের সময় নৌকাডুবি অথবা সমুদ্রে ভেসে যাওয়া মানুষদের উদ্ঘূর্ণিঝড় 'মোরা'য় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস সুমিত্রা। বর্তমানে জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণে আছে। ঘূর্ণিঝড়ের সময় নৌকাডুবি অথবা সমুদ্রে ভেসে যাওয়া মানুষদের উদ্ধারে কাজ করছে এটি। ইতিমধ্যে ১০জনকে উদ্ধার করেছে সুমিত্রা। এখনও চলছে উদ্ধার কার্যক্রম। উদ্ধার কাজ শেষে ত্রাণসামগ্রী নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে ভিড়বে জাহাজটি। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ঘূর্ণিঝড় মোরা কক্সবাজারের কুতুবদিয়ায় ১৩৫ কি. মি. বেগে আঘাত হানে। এরপর এটি বেলা ১১টার পর চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করে। উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে বাংলাদেশের অভ্যন্তরে স্থলভাগে নিম্নচাপে পরিণত হয়।
এর ফলে কক্সবাজার-চট্টগ্রাম উপকূলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির সঙ্গে সঙ্গে ১০০ থেকে ১২৮ কি. মি. পর্যন্ত বেগে বয়ে গেছে প্রবল ঝড়ো হাওয়া। এতে লণ্ডভণ্ড হয়ে গেছে কক্সবাজার। উপকূলীয় তিন জেলায় শিশুসহ ৮ জনের মৃত্যু হয়েছে। ৪০ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়।ধারে কাজ করছে এটি। ইতিমধ্যে ১০জনকে উদ্ধার করেছে সুমিত্রা। এখনও চলছে উদ্ধার কার্যক্রম। উদ্ধার কাজ শেষে ত্রাণসামগ্রী নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে ভিড়বে জাহাজটি। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ঘূর্ণিঝড় মোরা কক্সবাজারের কুতুবদিয়ায় ১৩৫ কি. মি. বেগে আঘাত হানে। এরপর এটি বেলা ১১টার পর চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করে। উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে বাংলাদেশের অভ্যন্তরে স্থলভাগে নিম্নচাপে পরিণত হয়। এর ফলে কক্সবাজার-চট্টগ্রাম উপকূলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির সঙ্গে সঙ্গে ১০০ থেকে ১২৮ কি. মি. পর্যন্ত বেগে বয়ে গেছে প্রবল ঝড়ো হাওয়া। এতে লণ্ডভণ্ড হয়ে গেছে কক্সবাজার। উপকূলীয় তিন জেলায় শিশুসহ ৮ জনের মৃত্যু হয়েছে। ৪০ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়।
No comments