গরমে স্বরভঙ্গ
গলার স্বর বসে যাওয়া হচ্ছে আমাদের শরীরের প্রটেকটিভ রেসপন্স টু ট্রুমা অর্থাৎ শরীর বা স্বরযন্ত্র বলছে এর ওপর অতিরিক্ত চাপ পড়েছে। এ রকম হলে উচিত কথা বলা একদম বন্ধ করে দেয়া। ফিসফিস করে কথা বলাও উচিত নয়। কারণ এতে গলায় বেশিমাত্রায় চাপ পড়ে।
কেন হয়-
- নাকে প্রদাহ বা নাক বন্ধ থাকলে।
- পেটের এসিড গলার ভেতর চলে এলে।
- দূষণযুক্ত পরিবেশে থাকলে।
- সিগারেট, পান, জর্দা, সুপারি, তামাক খেলে।
- রাজনীতিবিদ, সঙ্গীতশিল্পী, যারা উচ্চস্বরে কথা বলেন।
- ঠাণ্ডা লাগা বা কমন কোল্ড থেকে গলার ইনফেকশন হলে।
- স্বরযন্ত্র বা ভোকাল কর্ডে পানি জমলে, রক্ত জমাট বাঁধলে, পলিপ বা নডিউল হলে।
- স্বরযন্ত্রে যক্ষ্মা বা সিফিলিস হলেও স্বর বসে যেতে পারে।
কী করবেন
- ২-১ দিন থেকে শুরু করে ২-৩ সপ্তাহ পর্যন্ত কথা বলা একেবারে বন্ধ রাখা উচিত।
- তেল, মসলাযুক্ত খাবার খাওয়া কমিয়ে দিতে হবে যাতে পেটে এসিডিটি না হয়।
- নাক কান গলা রোগ বিশেষজ্ঞকে দেখিয়ে এন্ডোসকোপের সাহায্যে গলা পরীক্ষা করিয়ে নেয়া উচিত।
- ধূমপান, পান, তামাক, জর্দা পরিহার করুন।
-চিকিৎসক নডিউল, পলিপ পেলে মাইক্রোসার্জারির মাধ্যমে তা নির্মূল করা সম্ভব।
- এক কোর্স এন্টিবায়োটিক খাওয়ার পরও স্বরভঙ্গের উন্নতি না হলে অতি শিগগির চিকিৎসকের পরামর্শ নিন।
নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন
ইমপাল্র হাসপাতাল, তেজগাঁও, ঢাকা।
মোবাইল : ০১৭১৫০১৬৭২৭।
কেন হয়-
- নাকে প্রদাহ বা নাক বন্ধ থাকলে।
- পেটের এসিড গলার ভেতর চলে এলে।
- দূষণযুক্ত পরিবেশে থাকলে।
- সিগারেট, পান, জর্দা, সুপারি, তামাক খেলে।
- রাজনীতিবিদ, সঙ্গীতশিল্পী, যারা উচ্চস্বরে কথা বলেন।
- ঠাণ্ডা লাগা বা কমন কোল্ড থেকে গলার ইনফেকশন হলে।
- স্বরযন্ত্র বা ভোকাল কর্ডে পানি জমলে, রক্ত জমাট বাঁধলে, পলিপ বা নডিউল হলে।
- স্বরযন্ত্রে যক্ষ্মা বা সিফিলিস হলেও স্বর বসে যেতে পারে।
কী করবেন
- ২-১ দিন থেকে শুরু করে ২-৩ সপ্তাহ পর্যন্ত কথা বলা একেবারে বন্ধ রাখা উচিত।
- তেল, মসলাযুক্ত খাবার খাওয়া কমিয়ে দিতে হবে যাতে পেটে এসিডিটি না হয়।
- নাক কান গলা রোগ বিশেষজ্ঞকে দেখিয়ে এন্ডোসকোপের সাহায্যে গলা পরীক্ষা করিয়ে নেয়া উচিত।
- ধূমপান, পান, তামাক, জর্দা পরিহার করুন।
-চিকিৎসক নডিউল, পলিপ পেলে মাইক্রোসার্জারির মাধ্যমে তা নির্মূল করা সম্ভব।
- এক কোর্স এন্টিবায়োটিক খাওয়ার পরও স্বরভঙ্গের উন্নতি না হলে অতি শিগগির চিকিৎসকের পরামর্শ নিন।
নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন
ইমপাল্র হাসপাতাল, তেজগাঁও, ঢাকা।
মোবাইল : ০১৭১৫০১৬৭২৭।
No comments