কোটচাঁদপুরে 'বন্দুকযুদ্ধে' নিহত ২
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিষিদ্ধঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) আঞ্চলিক নেতা মাইদুল ইসলাম রানা (৫০) ও তার সহযোগী আলিম উদ্দিন (৬০) নিহত হয়েছেন। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বহররমপুর নতুন রাস্তার বটতলা মোড়ে এ বন্দুকযুদ্ধ হয়। নিহত মাইদুল ইসলাম রানা কোটচাঁদপুরের বকশিপুর গ্রামের ফকির চাঁদ মন্ডলের ছেলে ও আলিম উদ্দিন একই উপজেলার বহরমপুর গ্রামের সলেমান মন্ডলের ছেলে। তাদের বিরুদ্ধে হত্যাসহ থানায় একাধিক মামলা রয়েছে।
র্যাবের দাবি, বন্দুকযুদ্ধের সময় তাদের তিনজন আহত হয়েছেন। ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, চরমপন্থীরা নতুন রাস্তার বটতলা মোড়ে গোপন বৈঠক করছে- এমন গোপন সংবাদে তার নেতৃত্বে র্যাব অভিযানে যায়। উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় র্যাবও পাল্টা গুলি চালালে দু'জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ফারুক হুসাইন তাদের মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধের সময় হাবিলদার মহসিন, কনস্টেবল রফিকুল ইসলাম ও আবুল কালাম আহত হয়েছেন। কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ১৪ রাউন্ড গুলিসহ ২টি একনলা বন্দুক, এক রাউন্ড গুলিসহ একটি নাইন এমএম পিস্তল, একটি হাসুয়া ও দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে বলে জানান মেজর মনির আহমেদ। কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানিয়েছেন, নিহতরা হত্যাসহ বিভিন্ন মামলার আসামি ছিলেন।
No comments