চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাকে ফেভারিট বলছেন সাঙ্গাকারা?
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অন্যতম ফেভারিট মনে করছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তার মতে, দলে অসাধারণ ভারসাম্য, পেস বোলারদের আগুনে মেজাজ ভারতকে এগিয়ে রেখেছে। আইসিসি-র ওয়েবসাইটে নিজের নিবন্ধে সঙ্গকারা বলেছেন, এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এশিয়ার যে চারটে দল অংশ নিচ্ছে, তার মধ্যে ভারতই সেরা। ২০১৩ সালের চ্যাম্পিয়ন ভারত এবার ট্রফি জয়ের প্রবল দাবিদার। শ্রীলঙ্কার এই প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ভারত খুবই শক্তিশালী, দলে যথেষ্ট ভারসাম্যও রয়েছে। ভারতের পেস বোলাররা বিপক্ষ দলকে বিপাকে ফেলার ক্ষমতা রাখেন।
এর পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার মতো স্পিনাররা একদিনের ক্রিকেটে দারুণ সফল। আইপিএলে ব্যর্থতা কাটিয়ে ভারতের অধিনায়ক বিরাট কোহলি ফর্মে ফিরবেন বলেও আশা প্রকাশ করেছেন সাঙ্গাকারা। সাঙ্গাকারা অবশ্য ভারতের দল নির্বাচনকে কিছুটা রক্ষণাত্মক আখ্যা দিয়েছেন। তবে এরপরও টিম ইন্ডিয়া যথেষ্ট শক্তিশালী বলে মন্তব্য করেছেন তিনি। সাঙ্গাকারা বলেছেন, ফাইনালে কোন কোন টিম পৌঁছবে, তা বাছা খুব কঠিন ব্যাপার। তার পূর্বাভাস, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে পৌঁছতে পারে। তিনি বলেছেন, টুর্নামেন্টে বিভিন্ন দলগুলোর মধ্যে কড়া টক্কর হবে। চার-পাঁচটি দলের ফাইনালে পৌঁছানোর ক্ষমতা রয়েছে।
No comments