রাজধানীতে দুই মানবপাচারকারী গ্রেফতার
রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকা থেকে মঙ্গলবার রাতে মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন, আব্দুল কুদ্দুস ও জাহিদুল ইসলাম। র্যাব-৩ এর সিনিয়র এএসপি মনজুরুল আলম জানান, ফারুক শেখ নামে এক ব্যক্তি অভিযোগ করেন, তার ছেলে নাসিরকে ৭০ হাজার টাকা মাসিক বেতনে ইরাকে পাঠানোর জন্য আসামি ইউসুফের সঙ্গে তার সাড়ে ৪ লাখ টাকায় চুক্তি হয়। সে অনুযায়ী, ফারুক শেখ আসামি ইউসুফকে নগদ সাড়ে ৪ লাখ টাকা দেন। পরে ইউসুফ, কুদ্দুস ও জাহিদ নাসিরকে ইরাকে পলাতক আসামি লিলু মিয়ার কাছে পাঠিয়ে দেয়। এরপর লিলু মিয়া তাকে হেফাজতে নিয়ে একটি কক্ষে আটকে রাখে এবং তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে নাসিরকে মারধরের শব্দ শুনিয়ে আরও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পরে ফারুক শেখ দিশেহারা হয়ে ইউসুফের সঙ্গে যোগাযোগ করলে শুরুতে ইউসুফ টাকাটা তার কাছে দিতে বলে। কিন্তু তার ছেলে নাসিরের মাধ্যমে লিলু মিয়া ফারুককে জানায় টাকাটা কুদ্দুস, শামীম কিংবা জাহিদকে দেয়ার জন্য। টাকা কিভাবে, কোথায় দিতে হবে জিজ্ঞাসা করলে লিলু মিয়া জানায়, টাকা নিয়ে পল্টন এলাকায় গেলে তার লোক এসে নিয়ে যাবে। এরই পরিপ্রেক্ষিতে র্যাবের একটি দল ফারুক মিয়াকে অনুসরণ করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকা থেকে তাদের দু'জনকে গ্রেফতার করে। ভিকটিম নাসিরকে উদ্ধারের প্রচেষ্টা চলছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
No comments