ফিলিপাইনের আরেক শহরে আইএসের তাণ্ডব
ফিলিপাইনের ইলিগান শহরে নৈশকালীন কারফিউ জারি করেছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরটিতে অবস্থানরত সন্দেহভাজন জঙ্গিরা বেসামরিক নাগরিকদের বেশে সেখান থেকে পালিয়ে যেতে পারে -এমন আশঙ্কায় এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইলগান শহরে বাড়ানো হয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল। খবর দ্য গার্ডিয়ানের। এর আগে ফিলিপাইনের মারাউই শহরে কারফিউ জারি করে দেশটির পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সপ্তাহব্যাপী রাস্তায় রাস্তায় সংঘাতের কারণে মারাউই শহরটির দুই লাখ নাগরিকের ৯০ শতাংশের বেশি অন্যত্র পালিয়ে গেছেন। তাদের অনেকেই ইলিগান শহরে আশ্রয় নিয়েছেন। তাই সেখানেও রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি করেছে সরকার। শহরটির ফেসবুক পেজে পুলিশ জানায়, ‘কারফিউয়ের মাধ্যমে পুরো শহর অচল করে দেয়া হচ্ছে না বরং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। মোবাইল চেক পয়েন্ট বসানোসহ সব ধরণের নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছে পুলিশ।’ ফিলিপাইনের ফোর্থ মেকানাইজড ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের প্রধান কর্নেল অ্যালেক্স আদুসো বলেন, ‘ইলিগানে প্রবেশে চেষ্টা করার সময় কয়েকজন বিদ্রোহীকে আটক করা হয়েছে। আমরা মারাউইর ঘটনার পুনরাবৃত্তি চাই না।’
No comments