কাবুলে কূটনৈতিক এলাকায় বিস্ফোরণে নিহত ৪৯
আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪৯ জন নিহত ও ৩২০ জন আহত হয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে ওয়াজির আকবর খান এলাকায় এ বিস্ফোরণ ঘটে বলে জানায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রনালয়। খবর এএফপি, ফক্স নিউজ, বিবিসি’র। প্রত্যক্ষদর্শীরা জানায়, শক্তিশালী এ বিস্ফোরণে ১০০ মিটার দূরের বাড়ির দরজা জানালা কেঁপে উঠে। বিস্ফোরণস্থলের আশে পাশে কয়েকটি দেশের দূতাবাস রয়েছে।
এছাড়া রাষ্ট্রপতি ভবনও হামলার স্থান থেকে বেশি দূরে নয়। দেশটির জনস্বাস্থ্য বিভাগের মুখপাত্র ইসমাইল কাউসি জানান, এখন পর্যন্ত ৬৭ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপ-মুখপাত্র নাজিব দানিস জানান, বিস্ফোরণ এতোটাই বড় ছিল যে, এতে ৩০টিরও বেশি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবিসির সংবাদদাতা জানান, পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি।
No comments