‘মাশরাফি তুমি ফিরে এসো’
‘মাশরাফি
তুমি ফিরে এসো’, ‘মাশরাফি তুমি ফিরে এসো’... টি-২০ ক্রিকেটে অধিনায়ক
হিসেবে মাশরাফি বিন মর্তুজাকে প্রত্যাবর্তন করার দাবিতে মিরসরাইয়ে মানবন্ধন
ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‘ক্রিকেটপ্রেমী মাশরাফি ভক্ত ফোরামে উদ্যোগে
শনিবার (৮ এপ্রিল) সকালে মানবন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায়
উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে শুরু হয়ে মিছিলটি ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের মিরসরাই পৌরসভা প্রদক্ষিণ করে। মিছিল শেষে প্রায় এক ঘন্টা
মানবন্ধন করে ভক্তরা।
এসময় সাংবাদিক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য
রাখেন মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, মাশরাফি ভক্ত
ফোরামের আহবায়ক সংগীত শিল্পি মহিবুল আলম আরিফ, মাশরাফি ভক্ত রিপন গোপ
পিন্টু, ইমাম ফারুক, পারভেজ, আরাফাত হোসেন, হৃদয় ইমাম প্রমুখ। এসময় উপস্থিত
ছিলেন দৈনিক সমকালের মিরসরাই প্রতিনিধি বিপুল দাশ, ভোরেরকাগজ প্রতিনিধি
মোহাম্মদ ইউসুফ, সাংবাদিক আজিজ আজহার, সাদমান সময়, বাবুল দে, মাশরাফি ভক্ত
নুর উদ্দিন, সরোয়ারুল আলম তুহিন, রাশেল খান, মামুন প্রমুখ। সবার কণ্ঠে একই
আওয়াজ-‘মাশরাফি তুমি ফিরে এসো’, “বাংলার ক্রিকেটকে এখনো অনেক কিছু দেবার
বাকি আছে তোমার, তুমি বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক।”
No comments