সোনাগাজীতে ৩ দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন শতাধীক গ্রাম
বুধবার বিকালে সোনাগাজীর উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের পর তিন দিন যাবৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে উপজেলার শতাধীক গ্রাম। ঝড়ের কবলে বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ার কারনে সংযোগ দেওয়া যাচ্ছেনা বলে জানিয়েছেন সোনাগাজী পল্লী বিদ্যুতের জোনাল অফিসের কর্মকর্তা মহি উদ্দিন মোশাহেদুল্লাহ।তিনি জানিয়েছেন,ঝড়ের কারনে সোনাগাজীতে ১৭টি খুঁটি ভেঙ্গেছে এবং সঞ্চালন লাইনের অনেক ক্ষতি হয়েছে।তাই সংযোগ স্বাভাবিক হতে আরো ২/৩ দিন সময় লাগবে। তবে এলাকাবাসী উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের দায়িত্ব অবহেলাকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার কারন হিসেবে উল্লেখ করেছেন। এদিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার কারনে ক্ষুদে ব্যাবসায়ী ও পোল্টি ফার্মের মালিকেরা অনেক ক্ষতির সম্মুখিন হয়েছে।ব্যাবসায়ীদের ফ্রিজে সংরক্ষিত মালামাল ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে এবং পোল্টি ফার্মের মুরগি,মুরগির বাচ্চা মরে যাচ্ছে।বড় ধরনের ক্ষতির হাত রক্ষা পেতে তারা অবিলম্বে বিদ্যুৎ সংযোগ প্রদানের দাবী জানিয়েছেন।
No comments