লিন-গম্ভীর ঝড়ে উড়ে গেল গুজরাট
এ
নিয়ে টি ২০ ম্যাচ খেললেন ৮৭টি। ইনিংস উদ্বোধন করার সুযোগ পেলেন এই প্রথম।
তাতেই বাজিমাত। ডান-হাতি অস্ট্রেলীয় ব্যাটসম্যান ক্রিস লিনের শতক ছুঁই ছুঁই
ইনিংসের কল্যাণে কলকাতা নাইটরাইডার্স তুড়ি মেরে উড়িয়ে দিল গুজরাট
লায়ন্সকে। শুক্রবার আইপিএল ১০-এর তৃতীয় ম্যাচে কলকাতা জয়ী হয়েছে ১০ উইকেটের
বিশাল ব্যবধানে। অধিনায়ক গৌতম গম্ভীরও পুরোমাত্রায় অবদান রেখেছেন এই জয়ে।
উদ্বোধনী জুটিতে গম্ভীর ও লিন অবিচ্ছিন্ন থেকে ১৮৪ রান তোলেন। ১০ উইকেট
হাতে রেখে টি ২০ তে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড এটি। গম্ভীর ৪৮
বলে ৭৬ রান করেন ১২টি চারের সহায়তায়।
লিন আরও কম বল (৪১) খেলে আরও বেশি রান
(৯৩) করেন। ছয়টি চারের বিপরীতে আটটি ছয় হাঁকান তিনি। ছয়জন বোলার ব্যবহার
করেও একটি উইকেটও নিতে পারেননি গুজরাট অধিনায়ক সুরেশ রায়না। এর আগে রাজকোটে
নিজেদের মাঠে টসে হেরে ব্যাট করতে নামা গুজরাট লায়ন্স ১৮৩ রান করে চার
উইকেটে। রায়না অপরাজিত থাকেন ৬৮ রানে। ২৫ বলে ৪৭ দিনেশ কার্তিক এবং
ব্রেন্ডন ম্যাককালাম ৩৫ রান করেন ২৪ বলে। দুটি উইকেট নেন কুলদীপ যাদব।
ম্যাচসেরা ক্রিস লিন। সাকিব এই ম্যাচে খেলেননি।
No comments