বিমানবন্দরে মুখোমুখি ২টি বিমান, অল্পের জন্য রক্ষা
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQAoL2qW3lrkMgE0L2R80E9IP6No4SeAR71YQUndvbSUn0r3KXrYICF405Wu1orYstb3MzBpFPtSH5KzWtRe74dZvC53Sty4_-42yiVG9G_sK0gV4xABRsuALAtvHm3x6x4yjAGVN_1NYq/s400/34.jpg)
অল্পের
জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দুটি বিমান। এদিন দিল্লির
ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে একেবারে মুখোমুখি চলে আসে একটি
এয়ার ইন্ডিয়া ও একটি ইন্ডিগো বিমান। জানা গেছে, শুক্রবার সকাল সওয়া ১১টা
নাগাদ ২৮ নম্বর রানওয়ে থেকে এয়ার ইন্ডিয়ার দিল্লি-গোয়া ফ্লাইট এআই ১৫৬
ওড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল।
এমন সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলার (এটিসি)
বিমানচালককে নির্দেশ দেন অবিলম্বে উড্ডয়ন বন্ধ করে বে-তে ফিরে আসার জন্য।
জানা যায়, কয়েক মিনিটের মধ্যেই ওই রানওয়েতেই নেমে আসে রাঁচি-দিল্লি
ইন্ডিগোর ফ্লাইট ৬ই৩৯৮ বিমান। বিমানবন্দর সূত্রে খবর, এয়ার ইন্ডিয়া বিমানে
১২২ জন যাত্রী ছিলেন। পরে, ১২টা ৫০ মিনিট নাগাদ বিমানটি রওনা দেয়।
No comments