বাঘায় আম গাছের কি দোষ?
রাজশাহীর
বাঘা উপজেলার ঝিনা গ্রামের মাঠে শহিদুল ইসলামের আড়াই বিঘা জমিতে রোপণ করা
আম গাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। তিন থেকে চার বছর আগে কৃষক
শহীদুল ইসলাম তার জমিতে ৩১টি লকনা জাতীয় আম গাছ রোপন করেন। শুক্রবার রাতে
দুর্বৃত্তরা ওই আম গাছের ছারা গুলো কেটে সাবাড় করে দেয়। এতে তার লক্ষ টাকার
ক্ষতি হয়েছে। শহিদুল ইসলাম বলেন, আমার জমিতে রোপণ করা আম গাছ কি দোষ
করেছিল। অকালেই দুর্বৃত্তদের হাতে গাছগুলোর মৃত্যু হতে হলো।
তিনি বলেন,
আমার তো কারও সঙ্গে শত্রুতা নেই। তারপরও রাতের আঁধারে গাছগুলো কেটে গুঁড়িয়ে
দিল দুর্বৃত্তরা। শনিবার সকালে সরেজমিনে গেলে এসব কথা বলে কান্নায় ভেঙে
পড়েন আম বাগান মালিক শহিদুল। আড়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক রফিকুল
ইসলাম বলেন, শত্রুতা করে গাছগুলো কেটে দিয়েছে কেউ। ঘটনা জানার পর আম বাগান
পরিদর্শন করেছি। বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ বলেন, ঘটনাটি আমার
জানা নেই। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।
No comments