ঝিনাইদহে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
ঝিনাইদহের
তেতুলবাড়ীয়া মাঠ থেকে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ
শনিবার সকালে রাস্তার পাশে ধান ক্ষেতে লাশ দুটি পড়ে থাকতে এলাকাবাসী
পুলিশকে জানায়। পরে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে। নিহত দুই যুবকের পরনে
জিন্সের প্যান্ট ও টি শার্ট রয়েছে।লাশ দুটির পরিচয় জানতে পারেনি পুলিশ।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী সাংবাদিকদের জানান, ঝিনাইদহের
তেতুলবাড়ীয়া মাঠ নামক স্থানে থেকে দুই যুবকের গুলি বিদ্ধ লাশ উদ্ধার করা
হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাদেরকে হত্যা করা হয়েছে। লাশ দুটির
পরিচয় পাওয়াযানি। কি কারনে তাদেরকে হত্যা করা হেয়েছে পুলিশের তদন্ত শেষে
জানা যাবে। তিনি আরো জানান লাশের পাশ থেকে তিন পেকেট ইয়াবা ও একটি ধারলো
ছুরি পাওয়া গেছে।
No comments