সেনবাগে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের শনিবার বেলা ১১টার দিকে পুকুরের পানিতে ডুবে মোঃ সাইমুন নামের দেড় বছরের এক শিশু মারা গেছে। সাইমুন উত্তর মোহাম্মদপুর গ্রামের মোঃ লিটনের ছেলে। স্থানীয় সুত্রে জানাগেছে,উত্তর মোহাম্মদপুর গ্রামের শিশু সাইমুন বাড়ির ওঠানে খেলা করতে গিয়ে পাশ্ববর্তী পুকুরের পানিতে ডুবে যায়। র্দীঘ সময়েও তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে।
যার এ ক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে তার দেহ পুকুরের পানিতে ভাসতে দেখে লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
No comments