পাকিস্তানের ৩০৮ রানও উড়িয়ে দিল ক্যারিবিয়ানরা
গায়েনায়
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে
পাকিস্তান করেছিল ৫ উইকেটে ৩০৮ রান। কিন্তু স্বাগতিকরা সেই স্কোর অবলীলায়
টপকে গেল। ১ ওভার বাকি থাকতেই তারা ৪ উইকেট হাতে রেখে জয় ছিনিয়ে নিল। আর এর
মাধ্যমে তারা ৩ ম্যাচ সিরিজে ১-০-এ এগিয়ে গেল। জ্যাসন মোহাম্মদের অপরাজিত
৯১, পাওয়েলের ৬১ রানে ভর করেই পাকিস্তানকে টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে
শুরুটা করেছেন দুই ওপেনার আহমেদ শেহজাদ ও কামরান আকমল। মিডল অর্ডারে সেটাকে
পুঁজি করে দলের রানের গতি বাড়িয়েছেন মোহাম্মদ হাফিজ আর শোয়েব মালিক।
চারজনের সম্মিলিত প্রচেষ্টায় গায়ানায় শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে
সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে ৫ উইকেটে ৩০৮ রান করেছে পাকিস্তান।
উদ্বোধনী জুটিতে ৮৫ রানের জুটির পর চতুর্থ উকেটে হাফিজ-মালিকের ৮৯ রানের
জুটিতেই রানের পাহাড়ে চাপে সরফরাজ আহমেদের দল। হাফিজ সর্বোচ্চ ৮৮ রান করেন
৯২ বলে। স্কোর তিনশো পার হওয়ায় বড় ভূমিকা ছিলো শোয়েব মালিকের ঝড়ো হাফ
সেঞ্চুরির। সাবেক এই অধিনায়ক ৩৮ বলে ৫৩ রান করে আউট হন। এছাড়া আহমেদ শেহজাদ
৬৭ ও কামরান আকমল ৪৭ রান করেন। ক্যারিবীয়দের পক্ষে অফ স্পিনার অ্যাশলে
নার্স ৬২ রানে ৪ উইকেট নিয়েছেন।
No comments