দিল্লিতে বৈঠকে হাসিনা-মোদি
ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার
মধ্যে একান্ত বৈঠক শুরু হয়েছে। শনিবার দুপুরে নয়াদিল্লির রাষ্ট্রীয় অতিথি
ভবন হায়দরাবাদ হাউসে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এ বৈঠক শুরু হয়। ৩০
মিনিটব্যাপী এই বৈঠক শেষে তারা আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এ
বৈঠকের পর প্রতিরক্ষা, ঋণ, মহাকাশ, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার,
তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে অন্তত ৩০টি চুক্তি ও
সমঝোতা স্মারক সই হবে ধারণা করা হচ্ছে।
পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’র হিন্দি সংস্করণের মোড়ক
উন্মোচন করা হবে। আত্মজীবনীর হিন্দি অনুবাদ করেছে ভারতের পররাষ্ট্র
মন্ত্রণালয়। এছাড়া দুপুরে নরেন্দ্র মোদির দেয়া ভোজে অংশ নেবেন
প্রধানমন্ত্রী। বিকালে দিল্লি সেনানিবাসে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গ করা
ভারতীয় সশস্ত্র বাহিনীর সাত সদস্যের পরিবারের হাতে মুক্তিযুদ্ধ সম্মাননা
তুলে দেবেন তিনি। রাতে ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারির সঙ্গে সাক্ষাৎ
করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
No comments