আনসারুল্লাহ বাংলা টিমের 'শীর্ষনেতা'' গ্রেফতার
নিষিদ্ধ
ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক শীর্ষ নেতাকে গ্রেফতার
করেছে পুলিশ। তার নাম হাফেজ মাওলানা মো. মাকসুদুর রহমান ওরফে আবদুল্লাহ
(৩১)। পুলিশের দাবি, গ্রেফতার এই জঙ্গি সদস্য আনসারুল্লাহ বাংলা টিমের
শরিয়া বোর্ডের সদস্য। শুক্রবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ঢাকা
মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার
(গণমাধ্যম) মাসুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার
রাতে রাজধানীর যাত্রবাড়ী এলাকায় ঢাকা মহানগর দক্ষিণের গোয়েন্দা পুলিশের
একটি টিম অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ নেতা হাফেজ মাওলানা
মো. মাকসুদুর রহমান ওরফে আবদুল্লাহকে (৩১) গ্রেফতার করে। ঢাকা মহানগর
পুলিশের এই কর্মকর্তা বলেন, আবদুল্লাহ এবিটির শরিয়া বোর্ডের সদস্য। তিনি
অভিজিৎ রায়সহ ব্লগার এবং লেখকদের হত্যার সঙ্গে জড়িত।
তিনি বলেন,
আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার প্রধান মেজর (চাকরিচ্যুত) সৈয়দ
জিয়াউল হক কোনো হত্যার পরিকল্পনা নিলে আগে এবিটির শরিয়া বোর্ডের অনুমোদন
নিতেন। ইতোমধ্যে কয়েকজন জঙ্গিকে গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদে এসব তথ্য
পাওয়া যায়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে
আবদুল্লাহকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ। ডিএমপির উপ-কমিশনার
(গণমাধ্যম) মাসুদুর রহমান আরও জানান, গ্রেফতার আবদুল্লাহর বিরুদ্ধে
যাত্রাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হয়েছে।
No comments