ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ময়মনসিংহে
ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহত
ব্যক্তিরা মুরগির ব্যবসা করতেন। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে একটার
দিকে ফুলপুর উপজেলার ভাইটকান্দি সখল্লা মোড় এলাকায় শেরপুর থেকে পিকআপ
ভ্যানে মুরগি নিয়ে ময়মনসিংহে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা
হলেন ময়মনসিংহ শহরতলির দিঘারকান্দা গ্রামের শহীদ (৪২), একই গ্রামের হৃদয়
(২০) ও ময়মনসিংহ শহরের কেওয়াটখালী এলাকার ইদ্রিস (৪২) দুর্ঘটনায় পিকআপ
ভ্যানের দুই যাত্রী আহত হয়েছেন। তাঁরা ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
চিকিৎসাধীন। অন্যদের নাম জানা যায়নি।
No comments