গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ৬
গোপালগঞ্জের
মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুরে একটি ট্রাক উল্টে গিয়ে ৩ জন নিহত ও ৬ জন
আহত হয়েছেন। আহতদের মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার
দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গঙ্গারামপুর এলাকায় এ
দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভোলা জেলার কন্দকপুর গ্রামের দুলাল বেপারী
(৫০), একই গ্রামের গিয়াস উদ্দিন (২৮) এবং রামদাসপুর গ্রামের বিল্লাল মাঝী
(৪৫)।
তারা সবাই মৎস্যবাহী ট্রাকের যাত্রী এবং মৎস্য শ্রমিক বলে জানা গেছে।
মুকসুদপুর উপজেলার জলিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শাহ জামাল জানান,
নিহতরা বাগেরহাট জেলার ফকিরহাটে মাছের রেণু পোনা নামিয়ে দিয়ে ভোলায়
ফিরছিলেন। তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর
হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
No comments