তিস্তার সমাধান শিগগিরই: মোদি
তিস্তা
চুক্তি নিয়ে আবারও আশার কথা শুনিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদি। শনিবার সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠক
শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আশার কথা শোনান। ভারতের রাষ্ট্রীয় অতিথি
ভবন হায়দরাবাদ হাউজে দুই রাষ্ট্রপ্রধানের প্রথমে একান্ত এবং পরে
দ্বি-পাক্ষিক বৈঠক করেন। নরেন্দ্র মোদি বলেন, 'ভারতের নেতৃত্বাধীন বর্তমান
বিজেপি সরকার এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলেই তিস্তা নিয়ে সমাধানে
পৌঁছনো সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।' তিনি বলেন, 'দুদেশের মধ্যকার
দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন আরও শক্তিশালী হয়েছে।
বাংলাদেশের
পক্ষ থেকে তিস্তা চুক্তির বিষয়টি রয়েছে। এ নিয়ে আমার আহ্বানে পশ্চিমবঙ্গের
মুখ্যমন্ত্রী (মমতা ব্যানার্জি) এখানে এসেছেন। আমি খুবই খুশি হয়েছি। আশা
করছি, এ সফরে তিস্তা চুক্তি না হলেও খুব শিগগিরই এটি চুক্তি সম্পন্ন হবে।'
পরে নিজ বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুই দেশের নদীগুলোর
পানিবণ্টন সমস্যা সমাধানে ভারতের ওপর আমাদের আস্থা আছে।' এর আগে দু'দেশের
রাষ্ট্রপ্রধানের মধ্যকার শীর্ষ বৈঠক শেষে প্রতিরক্ষা, ঋণ, মহাকাশ,
পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ ও
জ্বালানিসহ বিভিন্ন খাতে ২২টি চুক্তি সই হয়। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’র হিন্দি সংস্করণের মোড়ক উন্মোচন করেন দুই
রাষ্ট্রপ্রধান।
No comments