ঝিনাইদহে ২ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
ঝিনাইদহে
দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে
সদর উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের ডাকাতিয়ার মাঠ এলাকায় সড়কের দুই পাশের
ধানক্ষেত থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- ঝিনাইদহ শহরের
ব্যাপারীপাড়ার কোরবান আলীর ছেলে মানিক (২০) ও একই এলাকার আব্দুল মজিদ ওরফে
মজো ড্রাইভারের ছেলে মফিজুল (২৯)।
পুলিশ জানায়, শনিবার সকালে লাশ দুটি পড়ে
থাকতে দেখে এলাকাবাসী খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একটি ছোরা ও তিন
প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও দাবি পুলিশের। ঝিনাইদহ সদর থানার ওসি
হরেন্দ্রনাথ সরকার জানান, নিহতরা দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।
তাদের বিরুদ্ধে অন্তত ৩টি করে মাদকের মামলা আদালতে বিচারধীন। ধারণা করা
হচ্ছে, মাদক ব্যবসা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড
ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার
আজবাহার আলী শেখ যুগান্তরকে জানান, দু'জনকেই মাথায় ও কানে গুলি করে হত্যা
করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে বের করা হবে। এছাড়া র্যাব-৬
ঝিনাইদহ ক্যাম্পের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
No comments