ট্রাম্পের রুশ সংযোগের তদন্ত দাবি হিলারির
মার্কিন
নির্বাচনে রুশ হস্তক্ষেপের ব্যাপারে কোনো সন্দেহ নেই বলে জানিয়েছেন হিলারি
ক্লিনটন। ডেমোক্রেটিক দলের সাবেক এ প্রার্থী বলেন, তিনি বিশ্বাস করেন তাকে
হারানোর ব্যাপারে রাশিয়ার হাত রয়েছে। মস্কোর ‘তথ্যকে অস্ত্র হিসেবে
ব্যবহারের’ প্রতি নিন্দা প্রকাশ করেন তিনি। ট্রাম্পকে জেতানোর ব্যাপারে রুশ
সংশ্লিষ্টতার নিরপেক্ষ তদন্ত দাবি করেন হিলারি। বৃহস্পতিবার নিউইয়র্কে এক
নারী সমাবেশে এসব কথা বলেন সাবেক ফার্স্টলেডি। খবর নিউইয়র্ক টাইমসের।
হিলারি বলেন, ‘এ ঘটনার প্রভাব কতখানি তা আমি সম্পূর্ণ জানি না। আমি এটুকু
জানি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রুশ হ্যাকাররা
ডেমোক্রেটিক দলের নেতার ই-মেইল হ্যাক করেছে। এসব তথ্য রাশিয়ার ভেতরে ও
বাইরে ব্যবহার করেছেন পুতিন।’ নির্বাচনে রুশ সংযোগের নিরপেক্ষ তদন্ত দাবি
করেন হিলারি। বৃহস্পতিবার নিউইয়র্কের ম্যানহাটনে নারীদের বিশ্ব সমাবেশে
নিউইয়র্ক টাইমসের কলামিস্ট নিকোলাস ক্রিস্টফকে সাক্ষাৎকার দেন হিলারি। এ
সময় সমাবেশে প্রায় তিন হাজার দর্শক উপস্থিত ছিলেন।
নির্বাচনে ট্রাম্পের
কাছে পরাজয়ের পর এটাই হিলারির প্রথম বিস্তারিত সাক্ষাৎকার। সাক্ষাৎকারে
তিনি ট্রাম্পের হোয়াইট হাউসের সমালোচনা করতে কার্পণ্য করেননি। হিলারি বলেন,
যুক্তরাষ্ট্রের প্রশাসন বিভিন্ন ধরনের যে বিশৃঙ্খল নীতি গ্রহণ করছে তাতে
খুশি হতে পারছি না। ট্রাম্পের গৃহীত এসব নীতির কারণে নারীরাই বেশি
ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মত দেন তিনি। জাতিসংঘ জনসংখ্যা তহবিলে (ইউএনএফপিএ)
ট্রাম্পের অর্থ না দেয়ার ঘোষণার নিন্দা জানান হিলারি। তিনি বলেন, নারীদের
টার্গেট করে যা ঘটছে- এটি সত্যিই একটি রাজনৈতিক এজেন্ডা। বারাক ওবামার
স্বাস্থ্যনীতি অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট (ওবামাকেয়ার) বাতিল করে নতুন বিল
উপস্থাপন করারও সমালোচনা করেন হিলারি। রিপাবলিকান নেতাদের উদ্দেশ করে তিনি
বলেন, এটি (ওবামাকেয়ার) কেন পরিবর্তন করা হচ্ছে তাদের কারও কাছে কোনো
যুক্তি নেই। ট্রাম্প উত্থাপিত নতুন বিলটি তারা পড়েছেন কিনা তা নিয়েও সংশয়
প্রকাশ করেন হিলারি।
No comments