ভালুকায় বাস উল্টে ২ শ্রমিক নিহত : আহত ৩০
শনিবার
সকালে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের কাঠালী নায়েবের বাজার নামক স্থানে ক্রাউন
এ্যাপারেন্স লিমিটেড এর একটি শ্রমিকবাহী বাস উল্টে ঘটনাস্থলেই একজন ও
হাসপাতালে নেয়ার পর আরও এক শ্রমিক নিহত হয় এতে কমপক্ষে ৩০ শ্রমিক আহত হন। এ
ঘটনার পর মিলের শ্রমিকরা ক্ষোব্ধ হয়ে জামিরদিয়া এলাকায় মহা সড়ক প্রায় এক
ঘন্টা অবরোধ করে রাখে। আহত শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানায়,ঘটনার সময়
জামিরদিয়া ক্রাউন এ্যাপারেন্স লিমিটেড এর ভাড়া করা বাস দিয়ে ভালুকা থেকে
মিলে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছতেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর
উল্টে যায়, এতে ঘটনাস্থলেই মিল শ্রমিক রিপন (৪০) ও হাসপাতালে নেয়ার পর
কামরুল ইসলাম (৩০)নিহত হন। নিহত রিপনের বাড়ি বীক্রমপুর জেলার লৌহজং উপজেলার
কলমা গ্রামে তার পিতার নাম আব্দুর বারেক ভালুকা তার শ্বশুরবাড়ি থেকে মিলে
চাকরি করতো। অপর নিহত শ্রমিক কামরুল ইসলামের বাড়ি ভালুকা পৌরসভার ৩নং
ওয়ার্ডে মুচারভিটা এলাকায় তার পিতার নাম আসর আলী। দুুর্ঘটনা খবর পেয়ে
ভরাডোবা হাইওয়ে পুলিশ ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আহত ও নিহতদের উদ্ধার
করেন।
আহত ২২জনকে ভালুকা উপজেলা স¦াস্থ্যকমপ্লেক্রে ভর্তি করার পর ৫জনকে
মুমূর্ষেু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাপাতালে প্রেরণ করা হয়েছে। সড়ক
দর্ঘটনায় দুই শ্রমিক নিহত হওয়ার সংবাদ মিলের ভেতর ছড়িয়ে পড়লে ক্ষোব্ধ
শ্রমিকা জামিরদিয়া এলাকায় মহা সড়ক অবরোধ করে রাখে। এসময় হাইওয়ে পুলিশ ও
থানা পুলিশের সহযোগিতায় এ ঘন্টা পর শ্রমিকরা অবরোধ তোলে নেয়। ভালুকা ফায়ার
সার্ভিস অফিসের ওয়ার হাউজ পরিদর্শক রেজাউল করীম জানান,শ্রমিকবাহি বাস উল্টে
ঘটনাস্থলেই ১জন ও হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে।আমরা
নিহতদেরকে উদ্ধার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হাইওয়ে পুলিশের
ভরাডোবা ফাড়ির এস,আই আবুল খায়ের জানান,মিলে বাসটি দ্রুত বেগে চালিয়ে এসে
নিজেই উল্টে গিয়ে ২জন নিহত ও ৩০ আহত হয়েছে।
No comments