‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’
মিজানুর
রহমান লাবু পরিচালিত ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’ ছবিটি সম্প্রতি
মুক্তি পেয়েছে। ছবিটি দর্শকমহলে বেশ প্রশংসা পায় বলে জানিয়েছেন প্রযোজক
মিজানুর রহমান। তিনি ছবির কলা-কুশলীদের নিয়ে রাজধানীর সোনারগাঁও হোটেলে কেক
কেটে তার এ সাফল্য উদযাপন করেন।
পাশাপাশি ‘নানি বাড়ি’ নামের নতুন একটি
ছবিরও ঘোষণা দেন। এটি পরিচালনা করবেন ইস্পাহানী আরিফ জাহান। অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন জাজ মাল্টি মিডিয়া কর্ণধার আবদুল আজিজ, অভিনেতা ফজলুর রহমান
বাবু, সুলতান মাহমুদ, সানজিদা লতা, চিত্রপরিচালক ইস্পাহানী আরিফ জাহান,
সাফি উদ্দিন সাফি, প্রযোজক সাইফুল আলম খান, টপি প্রমুখ।
No comments