গোয়ার মুখ্যমন্ত্রী হচ্ছেন পারিকর
ভারতের
গোয়া বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছে কংগ্রেস। তবে
প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সেখানে সরকার গঠন করতে যাচ্ছে
ক্ষমতাসীন বিজেপি। সরকার গঠনের দাবি জানানোর পর মুখ্যমন্ত্রী হিসেবে
কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরের নিয়োগপত্রও দিয়েছেন রাজ্যপাল।
খবর এনডিটিভির। ৪০ আসনের গোয়া বিধানসভায় সরকার গঠনে প্রয়োজন ২১টি আসন।
কিন্তু এখানে কংগ্রেস ১৭টি, বিজেপি ১৩টি আসনে এবং অন্যান্য রাজনৈতিক দল জয়
পেয়েছে ১০ আসনে।
শনিবার ফল ঘোষণার পরই নিজেদের ১৩ জন নির্বাচিত বিধায়কের
সঙ্গে আরও ৯ জন বিধায়কের সমর্থনের কথা উল্লেখ করে রাজ্যপাল মৃদুলা সিনহার
কাছে সরকার গঠনের দাবি জানায় বিজেপি। পরে ১২ মার্চ রাতেই পারিকরকে
মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগের চিঠি পাঠান রাজ্যপাল। আগামীকাল মঙ্গলবার
মুখ্যমন্ত্রী হিসেবে মনোহর শপথ নিতে পারেন বিলে জানা গেছে। সরকার গঠনে
আঞ্চলিক দলগুলোর সমর্থন আদায়ে কেন্দ্রীয় মন্ত্রী নিতীন গাদকারীর সঙ্গে
মনমোহন পারিকর রোববার দীর্ঘ বৈঠক করেছেন। ইতিমধ্যে এমজিপি, গোয়া ফরোয়ার্ড
মনোহরকে সমর্থন দিয়েছে। মনমোহন পারিকর এখনও প্রতিরক্ষামন্ত্রী থেকে ইস্তফা
দেননি। তবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে নিজ রাজ্য গোয়ায় ফিরছেন এটা
নিশ্চিত।
No comments