গার্ডার দুর্ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন
রাজধানীর
মালিবাগে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার দুর্ঘটনার কারণ তদন্তে তিন
সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে এ
তদন্ত কমিটি গঠনের কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।
তিনি বলেন, দুর্ঘটনার জন্য দায়ীদের আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেয়া
হবে না।
সাঈদ খোকন জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি)
অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদকে আহ্বায়ক করে তিন সদস্যের এই
তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে রোববার রাতে মালিবাগে রেলগেট সংলগ্ন
ফ্লাইওভারের গার্ডার ক্রেন দিয়ে তুলতে গিয়ে নিচে ছিটকে পড়ে। এতে স্বপন নামে
এক পথচারী (৪৩) নিহত হন। দুর্ঘটনায় পা হারিয়েছেন ফ্লাইওভার নির্মাণ
প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের প্রকৌশলী পলাশ (৩০), আহত হন শাহ সিমেন্টের
গাড়ি চালক নুরুন্নবী (৪০)।
No comments