ট্রাম্পের কাছে উত্তর চাইলেন জন ম্যাককেইন
যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ওপর আক্রমণ শাণিয়েছেন রিপাবলিকান দলের
প্রভাবশালী নেতা জন ম্যাককেইন। প্রেসিডেন্ট ট্রাম্প সদ্য বিদায়ী
প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ এনেছেন। বলেছেন,
প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিউ ইয়র্কে তার ট্রাম্প টাওয়ারের ফোনে আড়ি
পেতেছিলেন বারাক ওবামা। এ বিষয়ে প্রমাণ হাজির করতে ট্রাম্পের প্রতি আহ্বান
জানিয়েছেন জন ম্যাককেইন। তিনি বলেছেন, যদি প্রমাণ দিতে না পারেন তাহলে
অভিযোগ প্রত্যাহার করুন। উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার
বিরুদ্ধে ওই অভিযোগ আনলেও এ সংক্রান্ত কোনো প্রমাণ এখন পর্যন্ত দেন নি
ডনাল্ড ট্রাম্প। এ অভিযোগ তদন্তের জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে
হোয়াইট হাউজ। কংগ্রেসের হাউজ ইন্টেলিজেন্স কমিটি তদন্ত করতে সম্মত হয়েছে
এবং একই সঙ্গে তারা এ সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ থাকলে তা সোমবারের মধ্যে
সরবরাহ করতে আহ্বান জানিয়েছে হোয়াইট হাউজকে। সিএনএন’কে জন ম্যাককেইন
বলেছেন, বিষয়টি অনেক আগেই সহজে সমাধান করতে পারতেন প্রেসিডেন্ট ট্রাম্প।
তিনি আরও বলেন, (ট্রাম্পের) অভিযোগ সত্য এমনটা বিশ্বাস করার কোনো কারণ আমি
দেখি না। তবে আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এ বিষয়টি এক
মিনিটের মধ্যে শেষ করে দিতে পারতেন। তিনি যা করতে পারতেন তাহলো ফোনটি তুলে
তিনি কল করতে পারতেন সিআইএ পরিচালক, জাতীয় গোয়েন্দা বিষয়ক পরিচালককে। বলতে
পারতেনÑ যা ঘটে গেছে, তা সব ঠিক আছে। এখন প্রেসিডেন্টের সামনে দুটি পথ খোলা
আছে। তার একটিকে তার বেছে নিতে হবে। তা হলো হয়তো অভিযোগ প্রত্যাহার করতে
হবে, না হয় প্রমাণ সরবরাহ করতে হবে। কারণ, যুক্তরাষ্ট্রের নাগরিকরা এ
বিষয়টি জানার অধিকার রাখেন। উল্লেখ্য, জন ম্যাককেইন রিপাবলিকান দলের শীর্ষ
স্থানীয় একজন নেতা। তিনি এর আগে প্রেসিডেন্ট নির্বাচন করে পরাজিত হয়েছিলেন
বারাক ওবামার কাছে। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে
দীর্ঘ সময় ধরে তার সম্পর্ক কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট
নির্বাচনের প্রচারণাকালে তার সম্পর্কে মন্তব্য করেন ট্রাম্প। ভিয়েতনাম
যুদ্ধের সময় সেখানে ৫ বছর জেল খাটেন জন ম্যাককেইন। সে প্রসঙ্গ তুলে ধরে
ট্রাম্প বলেছিলেন, জন ম্যাককেইনকে একমাত্র হিরো হিসেবে বিবেচনা করা হয়।
কারণ, তিনি ধরা পড়েছিলেন। এ কথার মধ্য দিয়ে ম্যাককেইনকে একরকম খোঁচা দেয়ার
চেষ্টা করেছিলেন ট্রাম্প। ট্রাম্পের প্রচারণা দলের সঙ্গে রাশিয়ার কূটনীতিক
বা গোয়েন্দাদের সম্পর্কের বিষয়ে প্রশ্ন তুলেছিলেন জন ম্যাককেইন। তিনি গভীর
উদ্বেগ প্রকাশ করেছিলেন। জন ম্যাককেইন বলেছিলেন, রাশিয়া ও ভøাদিমির
পুতিনের সঙ্গে এই সম্পর্ক নিয়ে অনেক বিষয় আছে। এগুলোতে অধিকতর নজর দিতে
হবে। আমি মনে করি যুক্তরাষ্ট্রের মানুষ এ বিষয়ে তাদের সব উত্তর পেয়েছে।
No comments